১. লাল বাতিতে দাঁড়িয়ে আছি। পেছন থেকে জড়ানো গলায় হাঁক এল, ‘সাইকেল নিয়ে কই যাও?’ ফিরে দেখি, মহল্লার পরিচিত মাতাল। চলতে–ফিরতে সামান্য হাই-হ্যালোর মতো আলাপ। কী ভেবে এক গাল হাসি হেসে সাইকেল ঘুরিয়ে আনলাম তার কাছে। বাসস্টপেজের বেঞ্চিটায় হাত-পা ছড়িয়ে বসে আছেন ভদ্রমহিলা। চোখেমুখে এই সাতসকালে গাঢ় মেকআপ। কড়া লিপস্টিকে বয়সটা ষাট থেকে ধাক্কায় পঞ্চাশে নেমে এসেছে। পরিপাটি ববকাট চুল আর লম্বা... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2VAiFGc
via IFTTT

No comments:
Post a Comment